ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল নিয়ে আসছে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার। এই প্রযুক্তি কোনো ওয়েবসাইট বা লিঙ্কে প্রবেশের আগেই জানিয়ে দেবে সেটি নিরাপদ কি না।
গুগল ইতোমধ্যেই তাদের বিভিন্ন অ্যাপ ও পরিষেবায় এআই ব্যবহার করছে। তবে এবার সাইবার অপরাধীদের ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা করেছে।
সাইবার প্রতারণার পরিমাণ বাড়তে থাকায় গুগল এ উদ্যোগ নিচ্ছে। এআই প্রযুক্তির সাহায্যে সাধারণ ব্যবহারকারীরা নিরাপদে ব্রাউজ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।