রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে পদ্মা নদীতে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেই। পরে একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হালিমা সরদার বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।