ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাস্টমস কমিশনার এনামুলকে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে বসুন্ধরার ১৩ নম্বর রোডের জি ব্লকে বাড়ি, ১০ কাঠা জমির ওপর ৮ তলা ভবনসহ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যদিও জিজ্ঞাসাবাদে এ বিষয়ে যথাযথ জবাব দিতে পারেননি বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু বিদেশে থাকায় আজ হাজির হয়েছে। জিজ্ঞাসাবাদকালে আরও বেশকিছু তলব করা হয়েছে বলে জানা গেছে। গত ২ নভেম্বর তাকে নোটিশে চিঠি পাঠায় দুদক।

এর আগে অভিযোগের বিষয়ে কাস্টমস কমিশনার এনামুল হক সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করেন। দুদকের পাঠানো নোটিশে বলা হয়েছিল, কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

দুদকের অভিযোগে আরও বলা হয়, কাস্টমস কমিশনারের বিরুদ্ধে রামপুরা ও আফতাব নগরসহ রাজধানীতে নামে-বেনামে জমি এবং ফ্ল্যাট রয়েছে। তার মেয়ে আমেরিকায় বসবাস করেন। সেখানে অবৈধভাবে লাখ লাখ টাকা পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমস কমিশনার এনামুলকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১০:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে বসুন্ধরার ১৩ নম্বর রোডের জি ব্লকে বাড়ি, ১০ কাঠা জমির ওপর ৮ তলা ভবনসহ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যদিও জিজ্ঞাসাবাদে এ বিষয়ে যথাযথ জবাব দিতে পারেননি বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু বিদেশে থাকায় আজ হাজির হয়েছে। জিজ্ঞাসাবাদকালে আরও বেশকিছু তলব করা হয়েছে বলে জানা গেছে। গত ২ নভেম্বর তাকে নোটিশে চিঠি পাঠায় দুদক।

এর আগে অভিযোগের বিষয়ে কাস্টমস কমিশনার এনামুল হক সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করেন। দুদকের পাঠানো নোটিশে বলা হয়েছিল, কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

দুদকের অভিযোগে আরও বলা হয়, কাস্টমস কমিশনারের বিরুদ্ধে রামপুরা ও আফতাব নগরসহ রাজধানীতে নামে-বেনামে জমি এবং ফ্ল্যাট রয়েছে। তার মেয়ে আমেরিকায় বসবাস করেন। সেখানে অবৈধভাবে লাখ লাখ টাকা পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।