অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস্যদের বরণ করা হয়েছে। এসময় অনুষ্ঠানস্থল লাকসমে কর্মরত প্রবীণ-নবীন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। যা ছিল বর্তমান আহ্বায়ক কমিটির একটি সফল আয়োজন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও সদস্য মিজানুর রশিদ। সভাপতিত্ব করেন আহ্বায়ক মনির আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বর্তমান সদস্য সচিব ফারুক আল শারাহ, সদস্য কামরুল ইসলাম, সিরাজুল হক, জিল্লুর রহমান, হামিদুল ইসলাম প্রমুখ।
নবাগতদের বরণ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, ১৯৮৫ সালে লাকসামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন লাকসাম প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে আমরা বদ্ধপরিকর। প্রবীণ ও নবীনদের সমন্বয়ে লাকসাম প্রেস ক্লাব একটি মডেল প্রেস ক্লাবে রূপান্তরিত হবে। যেখানে থাকবে কম্পিউটার ল্যাব, যাতে স্থানীয় সাংবদিকরা নির্বিঘ্নে সংবাদ লিখে জাতীয় মাধ্যমগুলোতে পাঠাতে পারেন। সৎ ও সাহসিকতা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকতার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, লাকসামের সাংবাদিকরা চাঁদাবাজি দুর্নীতি করবে না। চাঁদাবাাজির তথ্য আসলে তার অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। লাকসাম প্রেস ক্লাবের সদস্যরা অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করবে। রাষ্ট্র ও সমাজের অসংগতি তুলে ধরবে। সেই লক্ষ্যে নবাগতদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য এবং পেশাগত সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এমএসআই জসিম, চন্দন সাহা, খলিলুর রহমান মজুমদার, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ নুরুল আলম, আহসান উল্ল্যাহ, এমএ জলিল, মাহবুব সোবহানী আজম, মাসুদ পারভেজ রনি, শারমিন সুলতানা, পিংকি বেগম, এম আর মানিক, ইকবাল হোসেন মিন্টু, নাজমুল হাসান, সাইফুল ইসলাম, আমজাদ হোসাইন, মোহাম্মদ উল্ল্যাহ, আব্দুল মালেক হিরণ, মাহবুব সোবহানী রুবেল, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল মুন্না, আনোয়ারুল আজিম প্রমুখ।