ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ রাজবাড়ীতে জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে শিশু বলাৎকার মামলার মূল হোতা আটক হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে? গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছে ইসি’

নির্বাচন কমিশন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, “নির্বাচন কমিশনের কাজ, সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। আর আমরা প্রতিটি দলের সঙ্গে বৈঠক করছি এবং তাদের মতামত নেওয়া হচ্ছে।”

শনিবার (১৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, লেভেল প্লেয়িং ফিল্ড বর্তমানে বিদ্যমান। এখন সব রাজনৈতিক দলের সদিচ্ছা ও অংশগ্রহণ প্রয়োজন। এখনো যেকোনো রাজনৈতিক দল চাইলে আমাদের সঙ্গে বসতে পারে। আমাদের আন্তরিকতার অভাব নেই। দেশের সংবিধান অনুযায়ী আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি।”

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো সম্ভব হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, “গাইবান্ধার নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১ হাজার ১০০ সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সারাদেশে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হলে প্রায় সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ সিসি ক্যামেরা বসানো প্রয়োজন। যা ইচ্ছা থাকলেও সম্ভব নয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত গ্রহণ করবে।”

একজন বিদেশি রাষ্ট্রদূতের বক্তব্যের কথা উল্লেখ করে ইসি হাবিব বলেন, “সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে। আমাদের দায়িত্ব সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন করা। এটি নিশ্চিত করতে যা প্রয়োজন তা আমরা করবো।”

ভিন্ন নামে জামায়াতে ইসলামীর নিবন্ধন নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নিবন্ধন নিতে হলে নিয়মতান্ত্রিক আইন আছে। কোনো দল যদি প্রতিটি নিয়ম-কানুন মেনে আবেদন করে তাহলে এ বিষয়ে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।”

এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন রাজশাহী সাইফুল ইসলাম, জেলা প্রশাসক একেএম গাভিল খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলীসহ অন্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুর্ব শত্রুতার জের ধরে ৫ লক্ষাধিক টাকার  আম গাছ কর্তন থানায় অভিযোগ

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছে ইসি’

আপডেট সময় ০৪:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

নির্বাচন কমিশন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, “নির্বাচন কমিশনের কাজ, সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। আর আমরা প্রতিটি দলের সঙ্গে বৈঠক করছি এবং তাদের মতামত নেওয়া হচ্ছে।”

শনিবার (১৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, লেভেল প্লেয়িং ফিল্ড বর্তমানে বিদ্যমান। এখন সব রাজনৈতিক দলের সদিচ্ছা ও অংশগ্রহণ প্রয়োজন। এখনো যেকোনো রাজনৈতিক দল চাইলে আমাদের সঙ্গে বসতে পারে। আমাদের আন্তরিকতার অভাব নেই। দেশের সংবিধান অনুযায়ী আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি।”

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো সম্ভব হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, “গাইবান্ধার নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১ হাজার ১০০ সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সারাদেশে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হলে প্রায় সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ সিসি ক্যামেরা বসানো প্রয়োজন। যা ইচ্ছা থাকলেও সম্ভব নয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত গ্রহণ করবে।”

একজন বিদেশি রাষ্ট্রদূতের বক্তব্যের কথা উল্লেখ করে ইসি হাবিব বলেন, “সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে। আমাদের দায়িত্ব সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন করা। এটি নিশ্চিত করতে যা প্রয়োজন তা আমরা করবো।”

ভিন্ন নামে জামায়াতে ইসলামীর নিবন্ধন নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নিবন্ধন নিতে হলে নিয়মতান্ত্রিক আইন আছে। কোনো দল যদি প্রতিটি নিয়ম-কানুন মেনে আবেদন করে তাহলে এ বিষয়ে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।”

এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন রাজশাহী সাইফুল ইসলাম, জেলা প্রশাসক একেএম গাভিল খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলীসহ অন্যরা।