ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর হতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১৩ হাতে “ধলাঁচান গানে প্রথম দেখা যাবে একঝাক ভেড়ার পাল” বিস্ফোরক ও নাশকতা মামলায় নাটোরের বড়াইগ্রাম প্রায় ৩৬ আসামি কেস খারিজ শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো শাজাহান মেনন ও গোলাপকে চাটমোহরে জাসাস’র উদ্যোগে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূল গ্রামের ছৈয়দ আহমদ চৌধুরী মাষ্টার বাড়ীর আধ্যাত্নিক ধর্মভীরু ইয়াছিন মোঃ মহসিন চৌধুরীর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ফ্রিজ খুলতেই দেখেন স্ত্রীর হাত-পা বাঁধা লাশ

৩২ ঘণ্টা পর নিভেছে গাজী টায়ারসের আগুন, ধসে পড়তে পারে ভবন

প্রায় ৩২ ঘণ্টা পর নেভানো গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ারস কারখানার আগুন। তবে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা৷

মঙ্গলবার ভোর ৫ টার দিকে আগুন নেভানো হলেও ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে সকাল সাড়ে ৯ টার দিকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক৷

ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যাওয়ার শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ চেষ্টার পর আপাতত অগ্নিশিখা নেভানো সম্ভব হয়েছে। কিন্তু এখনও ভবনের ভেতরে উত্তাপ আছে৷ অল্প অল্প করে আগুন জ্বলছে৷

ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে৷কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না৷ নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল৷

টার্ন টেবিল ল্যাডারের (টিটিএল) সাহায্যে ভবনের ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি৷ আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সব বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করব৷

রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর পরই স্থানীয়রা নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। পরে তারা তারাবো রূপসী এলাকায় গাজী টাওয়ারসের কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে৷

দিনভর লুটপাট চালিয়ে রাত ৯ টার দিকে কারখানায় আগুন লাগিয়ে দেয় তারা।

পরে সোমবার সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷কিন্তু সোমবার রাত ২টার দিকেও এ প্রতিবেদক ভবনটিতে আগুন জ্বলতে দেখেছেন৷

মঙ্গলবার সকালে ভবনটিতে আগুন দেখা না গেলেও প্রচুর ধোয়া উড়তে দেখা যায়৷ এদিকে ভোর থেকে থেমে থেমে বৃষ্টিও হয়েছে এ এলাকায়৷

এদিকে রোববার রাতে লুটপাটের সময় কারখানায় আসা আশপাশের অন্তত পৌনে ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন।

তারা সোমবার দিনভর কারখানার সামনে নিখোঁজদের খোঁজে আহাজারি করেছেন। নিখোঁজের নাম সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের কাছে দিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার সকালেও কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে৷

এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফায় গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর হতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১৩ হাতে

৩২ ঘণ্টা পর নিভেছে গাজী টায়ারসের আগুন, ধসে পড়তে পারে ভবন

আপডেট সময় ০৫:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

প্রায় ৩২ ঘণ্টা পর নেভানো গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ারস কারখানার আগুন। তবে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা৷

মঙ্গলবার ভোর ৫ টার দিকে আগুন নেভানো হলেও ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে সকাল সাড়ে ৯ টার দিকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক৷

ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যাওয়ার শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ চেষ্টার পর আপাতত অগ্নিশিখা নেভানো সম্ভব হয়েছে। কিন্তু এখনও ভবনের ভেতরে উত্তাপ আছে৷ অল্প অল্প করে আগুন জ্বলছে৷

ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে৷কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না৷ নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল৷

টার্ন টেবিল ল্যাডারের (টিটিএল) সাহায্যে ভবনের ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি৷ আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সব বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করব৷

রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর পরই স্থানীয়রা নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। পরে তারা তারাবো রূপসী এলাকায় গাজী টাওয়ারসের কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে৷

দিনভর লুটপাট চালিয়ে রাত ৯ টার দিকে কারখানায় আগুন লাগিয়ে দেয় তারা।

পরে সোমবার সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷কিন্তু সোমবার রাত ২টার দিকেও এ প্রতিবেদক ভবনটিতে আগুন জ্বলতে দেখেছেন৷

মঙ্গলবার সকালে ভবনটিতে আগুন দেখা না গেলেও প্রচুর ধোয়া উড়তে দেখা যায়৷ এদিকে ভোর থেকে থেমে থেমে বৃষ্টিও হয়েছে এ এলাকায়৷

এদিকে রোববার রাতে লুটপাটের সময় কারখানায় আসা আশপাশের অন্তত পৌনে ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন।

তারা সোমবার দিনভর কারখানার সামনে নিখোঁজদের খোঁজে আহাজারি করেছেন। নিখোঁজের নাম সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের কাছে দিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার সকালেও কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে৷

এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফায় গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।