প্রায় ৩২ ঘণ্টা পর নেভানো গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ারস কারখানার আগুন। তবে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা৷
মঙ্গলবার ভোর ৫ টার দিকে আগুন নেভানো হলেও ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে সকাল সাড়ে ৯ টার দিকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক৷
ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যাওয়ার শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ চেষ্টার পর আপাতত অগ্নিশিখা নেভানো সম্ভব হয়েছে। কিন্তু এখনও ভবনের ভেতরে উত্তাপ আছে৷ অল্প অল্প করে আগুন জ্বলছে৷
ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে৷কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না৷ নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল৷
টার্ন টেবিল ল্যাডারের (টিটিএল) সাহায্যে ভবনের ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি৷ আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সব বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করব৷
রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷
তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর পরই স্থানীয়রা নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। পরে তারা তারাবো রূপসী এলাকায় গাজী টাওয়ারসের কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে৷
দিনভর লুটপাট চালিয়ে রাত ৯ টার দিকে কারখানায় আগুন লাগিয়ে দেয় তারা।
পরে সোমবার সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷কিন্তু সোমবার রাত ২টার দিকেও এ প্রতিবেদক ভবনটিতে আগুন জ্বলতে দেখেছেন৷
মঙ্গলবার সকালে ভবনটিতে আগুন দেখা না গেলেও প্রচুর ধোয়া উড়তে দেখা যায়৷ এদিকে ভোর থেকে থেমে থেমে বৃষ্টিও হয়েছে এ এলাকায়৷
এদিকে রোববার রাতে লুটপাটের সময় কারখানায় আসা আশপাশের অন্তত পৌনে ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন।
তারা সোমবার দিনভর কারখানার সামনে নিখোঁজদের খোঁজে আহাজারি করেছেন। নিখোঁজের নাম সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের কাছে দিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার সকালেও কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে৷
এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফায় গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।