ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত করার দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত করেছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শুক্রবার (১৮ নভেম্বর) প্রেস ক্লাবে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম প্রমুখ।
মীর আবুল কালাম আজাদ বলেন, গার্মেন্টস শ্রমিকরা সবসময়ই অবহেলিত হয়ে এসেছে। সরকারের উচিত মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করা।