ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকল্প বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে অবহিত করা হবে : পরিবেশ উপদেষ্টা ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার সহ ১ জনকে আটক করেছেন ৫৯ বিজিবি। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি : রিজভী আওয়ামী লীগ নেতা সুমন খান গ্রেফতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ : যুবদল সাধারণ সম্পাদক কাজ বন্ধ থাকা অডিটরিয়াম ও মার্কেট নির্মাণের ফের পাঁয়তারার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে, প্রভাবশালীদের দৌরাত্ম্য জূলাই গণ অভ্যুত্থান নিয়ে হাইকোর্টে রিট । স্ত্রী ও শালীর একাউন্টে গচ্ছিত আছে কোটি কোটি টাকা।

নতুন ৪ উপদেষ্টার পরিচয়

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে।

নতুন চারজন উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে.জে .(অব) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল করিম খান। আরেক জনের নাম এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার বিকালে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ। এর আগে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

আলী ইমাম মজুমদার বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব। তিনি ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মূখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খানও সরকারের একজন সাবেক সচিব। তিনি জ্বালানি-বিদ্যুৎ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

লে. জে (অব.) জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রকল্প বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে অবহিত করা হবে : পরিবেশ উপদেষ্টা

নতুন ৪ উপদেষ্টার পরিচয়

আপডেট সময় ১১:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে।

নতুন চারজন উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে.জে .(অব) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল করিম খান। আরেক জনের নাম এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার বিকালে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ। এর আগে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

আলী ইমাম মজুমদার বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব। তিনি ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মূখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খানও সরকারের একজন সাবেক সচিব। তিনি জ্বালানি-বিদ্যুৎ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

লে. জে (অব.) জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।