নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে ছাত্র-জনতা নিহত, গণগ্রেফতার, মামলা, গুমের প্রতিবাদসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
বুধবার দুপুরে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এ বিক্ষোভ করেন শতাধিক আন্দোলনকারী।
এ সময় আন্দোলনকারীদের সঙ্গে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে বিক্ষোভে দেখা যায়।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচি’ পালনে দুপুর ২টার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে।
এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছতে না পেরে উপজেলা মোড়েই বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সরকার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদসহ গোয়েন্দা পুলিশ ও পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।