চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আমিন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ট-দশম শ্রেণির ২২০ জনকে ৬ হাজার টাকা করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ১০০ জনকে ৯ হাজার ৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়। সেই সাথে ৩০ জনকে বাইসাইকেল প্রদাণ করা হয়েছে।