কুমিল্লার সদর দক্ষিন ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযানে তিন হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, ডিবি পুলিশের একটি বিশেষ দল ১০ জুলাই থেকে ১১ জুলাই ভোর রাত পর্যন্ত জেলায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে দুই হাজার ইয়াবা বড়িসহ মোঃ মানিক মিয়া (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
সে সদর দক্ষিন উপজেলার গলিয়ারা ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা।
অপর অভিযানে বুড়িচং উপজেলার ডুবাইচর এলাকার নুর মহল কমিউনিটি সেন্টার এর সামনে হতে এক হাজার ইয়াবা বড়িসহ ওয়াশকরণী (৬০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকা জেলার সাভার থানার নন্দের খামার গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১১ জুলাই) সদর দক্ষিন ও বুড়িচং থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।