রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৪নং দূর্গাপুুর ইউনিয়নের শঠিবাড়ী তিন রাস্তার মোড় এলাকা হতেকাঠালী গ্রামের মৃত-মনছুর আলীর পূত্র মোঃ ওয়াহেদ আলী (৫০) কে ২৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
মিঠাপুকুর থানা পুলিশের বরাতে জানাজায়,চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ ১০ জুলাই ২০২৪ তারিখ রাত্রী অনুমান ১৯.৪৫ গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জের নির্দেশনায় এসআই বিদ্যুৎ কুমার মজুমদার এর নেতৃত্বে এএসআই জ্যোতিষ চন্দ্র রায় ও সঙ্গীয় গ্রাম পুলিশসহ ২৬ পিস ইয়াবা সহ চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ওয়াহেদ আলী কে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৭(সাত) টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।
এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ দৈনিক আমাদের মাতৃভূমি কে নিশ্চিত করেন, ওহেদ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী,ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে, আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।