সিংগাইরের বায়রা ইউনিয়ন বিএপির সম্পাদক সেলিম হোসেনের নেতৃত্বে রোববার রাতে বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলার অভিযোগ উঠেছে। এছাড়া হামলাকরীদের বিরুদ্ধে অফিস ভাঙচুর ও লুটতরাজ এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগও উঠেছে।
এ ঘটনায় সোমবার রাতে সেলিম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক আতোয়ার হোসেন। তবে রোববার রাতের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আতোয়ার হোসেন বলেন, রোববার রাতে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম সম্পর্কে আলাপ শেষে অফিস বন্ধ করে বাড়ি যাই। পরে বায়রা ইউনিয়ন বিএনপির সম্পাদক সেলিম হোসেন, তার ছেলে ছাত্রদল নেতা পলাশ হোসেন, শামিম, সিরাজ ও সজিবসহ অজ্ঞাত আরও ২০-২১ জন বিএনপি নেতাকর্মী মুখে গামছা পেঁচিয়ে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ওসি জিয়ারুল ইসলাম জানান, আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।