বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের সার্বিক সহযোগিতায় শুরু হচ্ছে ওয়ালটন ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল। আগামী ১৪ জুলাই এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) ক্র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এবারের ফেস্টিভ্যালের বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন, ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান।
ইকবাল বিন আনোয়ার ডন ব, ওয়ালটন গ্রুপ সবসময়ই ক্র্যাবের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বরাবরের মতো এবারও বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় ওয়াল্টন গ্রুপ সার্বিক সহযোগিতা করছে।আগামীতেও যে কোন অনুষ্ঠানে ওয়াল্টন গ্রুপ পাশে থাকবে। এবারে ক্রীড়া প্রতিযোগিতায় সদস্য অংশগ্রহণ করতে পারবেন না তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছে ওয়ালটন গ্রুপ। পাশাপাশি ভাবিদের জন্য লুডু খেলার আয়োজন থাকছে।তিনি ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানান।
ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ওয়ালটন গ্রুপের সহযোগিত জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামীতেও ক্লাবের যে কোন অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংবাদ শিরোনাম ::
শুরু হচ্ছে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল
- আমাদের মার্তৃভূমি ডেস্ক :
- আপডেট সময় ০৪:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- ৫৮৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ