ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা পঞ্চদশ সংশোধনী বৈধতার বিষয়ে হাইকোর্টে চূড়ান্ত শুনানি ৩০ অক্টোবর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামীলীগের ষড়যন্ত্র জনগণ রুখে দাঁড়াবে শাহজাহান চৌধুরী দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই আনোয়ার আলম চৌধুরী বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সুমন নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থা রাষ্ট্রের অন্যতম নিয়ামক: রাষ্ট্রপতি ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের ভোলা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা লন্ডনের রাস্তায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান!

রায়পুরে ৩ দিন ধরে নিখোঁজ ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে যাওয়ার সময় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে নিখোঁজের তিনদিন পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে চরম উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার বামনি ইউপির কাফিলাতলী এলাকার মো. হারুনুর রশিদের ছেলে আবদুল্লাহ আল নাইম সিয়াম (১৩) ও রামগন্জের শ্যামগঞ্জ গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে মো. রিমন। তারা দু’জনই ও পানপাড়া উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় নিখোঁজ সিয়ামের বড় ভাই আবদুল্লাহ আল নোমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল সিয়াম স্কুলের উদ্দেশ্যে বের হয়। একই সময় শ্যামগঞ্জের নিজ বাড়ি থেকে অপর শিক্ষার্থী রিমন হোসেনও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

কিন্তু স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তাদের দুইজনইকে খুঁজতে থাকে পরিবার। পরে জানা যায়, বাড়ি থেকে বের হলেও ওই দুই শিক্ষার্থী স্কুলে যায়নি। ধারণা করা হচ্ছে, পথ থেকেই তারা নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের মামা মো. জামাল উদ্দিন জানান, ঘটনার তিনদিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। তারা কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও জানা যায়নি।

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তারা কীভাবে নিখোঁজ হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রায়পুরে ৩ দিন ধরে নিখোঁজ ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী

আপডেট সময় ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে যাওয়ার সময় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে নিখোঁজের তিনদিন পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে চরম উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার বামনি ইউপির কাফিলাতলী এলাকার মো. হারুনুর রশিদের ছেলে আবদুল্লাহ আল নাইম সিয়াম (১৩) ও রামগন্জের শ্যামগঞ্জ গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে মো. রিমন। তারা দু’জনই ও পানপাড়া উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় নিখোঁজ সিয়ামের বড় ভাই আবদুল্লাহ আল নোমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল সিয়াম স্কুলের উদ্দেশ্যে বের হয়। একই সময় শ্যামগঞ্জের নিজ বাড়ি থেকে অপর শিক্ষার্থী রিমন হোসেনও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

কিন্তু স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তাদের দুইজনইকে খুঁজতে থাকে পরিবার। পরে জানা যায়, বাড়ি থেকে বের হলেও ওই দুই শিক্ষার্থী স্কুলে যায়নি। ধারণা করা হচ্ছে, পথ থেকেই তারা নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের মামা মো. জামাল উদ্দিন জানান, ঘটনার তিনদিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। তারা কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও জানা যায়নি।

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তারা কীভাবে নিখোঁজ হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।