ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের ‘বিরল’ সফর বেরোবিতে ১৫ বছর পর প্রভাষক পদ ফিরে দেওয়ার নির্দেশ হাইকোর্টের নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা লালমনিরহাটে কলা চাষে ঝুঁকছে চাষীরা। গরু চুরি করে ভূরিভোজন মাদারগঞ্জে সেই দম্পতিসহ তিনজনকে বিএনপি থেকে বহিষ্কার মাধবপুরে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা ও আলোচনা সভা ঈশ্বরদীতে গভীর রাতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শহীদ। ৩০ লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত: প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে : গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেমিকার যে গোপন কথা প্রেমিক কখনো জানতে পারেন না

প্রেমের সম্পর্ক হয় অতি মিষ্টি। একে অপরের সঙ্গে যেমন ভালো মুহূর্ত আমরা কাটাই। আবার প্রেমিক-প্রেমিকার নানা দুষ্টু মিষ্টি স্মৃতিও থাকে। আপনি হয়তো মনে করেন, আপনার প্রেমিকা আপনার সঙ্গে সব কথাই শেয়ার করেন। আসলে কিন্তু তা নয়। আপনার প্রেমিকা আপনার কাছে বেশ কিছু কথা গোপন করে যান।

নারীরা কিছু কথা প্রকাশ করেন আর কিছু অব্যক্ত রাখেন। তাদের মনের এই কথাগুলো তারা ভুলেও কাউকে বলেন না। আপনার প্রেমিকাও হয়তো এমন কিছু কথা লুকিয়ে রেখেছেন। কোন সে কথা জানতে চান? চলুন বিস্তারিত জানা যাক-

আপনার কোন বন্ধুকে ‘হট’ মনে হয়
এই কথা ঠিক যে, আপনার প্রেমিকা কোনোদিনই এই কথা আপনাকে মুখের ওপর বলবে না। কিন্তু মনে মনে তিনি সেই কথা ভাবেন। কারণ, আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হোক, তা তিনি কখনো চাইবে না। আর আপনিই যে সবার সেরা, এই অনুভূতি যেন আপনার মনের মধ্য়ে থাকে, সেই চেষ্টাও করে যাবেন আপনার প্রেমিকা। কিন্তু কখনো না কখনো আপনার কোনো এক বন্ধুকে তার দেখে হট লেগেছে।

মিছিমিছিই রাগ দেখাই
প্রেমিকারা আসলে অভিমান করতে ভালোবাসেন। রেগে থাকলে আপনি যে তাকে একটু বেশি গুরুত্ব দেন, রাগ ভাঙানোর চেষ্টা করেন সেটিই তার ভালো লাগে। তাই কখনো কখনো মিছিমিছিই রাগ দেখান। হয়তো রাগ করার মতো কোনো ঘটনাই ঘটেনি অথচ প্রেমিকা গাল ফুলিয়ে বসে আছেন। কিন্তু কেন রাগ করলেন তা আপনাকে তিনি কখনোই বলবেন না।

উপহার পেতে ভালোই লাগে
বর্তমানে অধিকাংশ নারীই আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হন না। নিজে যা উপার্জন করেন তা দিয়ে সহজেই শখের জিনিস কিনতে পারেন। কিন্তু পছন্দের জিনিস তারা প্রিয় মানুষটি থেকে পেতে চান। মুখ ফুটে কখনো এই কথা না বললেও উপহার পেলে প্রেমিকা খুশি হন। বিশেষত পছন্দের কিছু উপহার পেলে তার মন মুহূর্তেই ভালো হয়ে যায়।

যত্ন নাও আমার
আপনি কি একজন কেয়ারিং প্রেমিক? প্রেমিকার ছোটখাটো সব বিষয়েই নজর রাখেন, তার যত্ন নেই। এই বিষয়টি কিন্তু তিনি বেশ উপভোগ করেন। যদিও মুখ ফুটে সেই কথা কখনোই আপনাকে বলবেন না। কিন্তু মনে মনে তিনি ঠিকই খুশি হন। এমনকি বন্ধু, পরিচিতজনদের কাছে আপনার এই স্বভাবের প্রশংসাও করেন। আপনি তার যত্ন নেন বলেই তিনি আপনাকে সম্মান করেন আর এতোটা ভালোবাসেন।

আমাকে একটু বেশি সময় দাও
এই কথাটি হয়তো প্রেমিকা আপনাকে কখনো বলেননি। কিন্তু প্রতিটি নারীই চান তার প্রিয় পুরুষটি তাকে একটু বেশি সময় দিক। প্রেমিকের জীবনে গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় সবার উপরে থাকতে চান প্রেমিকা। চান সবচেয়ে বেশি সময়ও।

মুখে না বললেও প্রেমিকার মনের এই কথাগুলো বুঝে নিন। তাকে বেশি সময় দিন। তার ছোটোখাটো ভালো লাগা, খারাপ লাগার গুরুত্ব দিন আর ভালোবাসেন। প্রেম হবে মধুর।

প্রেমিকার বেস্টফ্রেন্ড ‘সব’ জানে
আপনার প্রেমিকার একজন প্রিয় বন্ধু নিশ্চয়ই আছেন। তার সঙ্গে তিনি সময় কাটান। বন্ধুর সঙ্গে ঘুরতে যান। আড্ডা দেন। আপনিও এইটুকুই জানেন। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রেমিকা তার প্রিয় বন্ধুর সঙ্গে সব কথাই শেয়ার করেন। সব মানে কিন্তু সবই! আপনাদের সম্পর্কের খুঁটিনাটি কোনটাই তার প্রিয় বন্ধুর অজানা নয়।

তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে বিষয়টা একরকম হয় না। তাই আপনার প্রেমিকার পছন্দ বা অপছন্দকে সম্মান করুন। তিনি যা ভালোবাসেন, তা বোঝার চেষ্টা করুন। আপনাদের সম্পর্ক ভালো থাকবে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের ‘বিরল’ সফর

প্রেমিকার যে গোপন কথা প্রেমিক কখনো জানতে পারেন না

আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

প্রেমের সম্পর্ক হয় অতি মিষ্টি। একে অপরের সঙ্গে যেমন ভালো মুহূর্ত আমরা কাটাই। আবার প্রেমিক-প্রেমিকার নানা দুষ্টু মিষ্টি স্মৃতিও থাকে। আপনি হয়তো মনে করেন, আপনার প্রেমিকা আপনার সঙ্গে সব কথাই শেয়ার করেন। আসলে কিন্তু তা নয়। আপনার প্রেমিকা আপনার কাছে বেশ কিছু কথা গোপন করে যান।

নারীরা কিছু কথা প্রকাশ করেন আর কিছু অব্যক্ত রাখেন। তাদের মনের এই কথাগুলো তারা ভুলেও কাউকে বলেন না। আপনার প্রেমিকাও হয়তো এমন কিছু কথা লুকিয়ে রেখেছেন। কোন সে কথা জানতে চান? চলুন বিস্তারিত জানা যাক-

আপনার কোন বন্ধুকে ‘হট’ মনে হয়
এই কথা ঠিক যে, আপনার প্রেমিকা কোনোদিনই এই কথা আপনাকে মুখের ওপর বলবে না। কিন্তু মনে মনে তিনি সেই কথা ভাবেন। কারণ, আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হোক, তা তিনি কখনো চাইবে না। আর আপনিই যে সবার সেরা, এই অনুভূতি যেন আপনার মনের মধ্য়ে থাকে, সেই চেষ্টাও করে যাবেন আপনার প্রেমিকা। কিন্তু কখনো না কখনো আপনার কোনো এক বন্ধুকে তার দেখে হট লেগেছে।

মিছিমিছিই রাগ দেখাই
প্রেমিকারা আসলে অভিমান করতে ভালোবাসেন। রেগে থাকলে আপনি যে তাকে একটু বেশি গুরুত্ব দেন, রাগ ভাঙানোর চেষ্টা করেন সেটিই তার ভালো লাগে। তাই কখনো কখনো মিছিমিছিই রাগ দেখান। হয়তো রাগ করার মতো কোনো ঘটনাই ঘটেনি অথচ প্রেমিকা গাল ফুলিয়ে বসে আছেন। কিন্তু কেন রাগ করলেন তা আপনাকে তিনি কখনোই বলবেন না।

উপহার পেতে ভালোই লাগে
বর্তমানে অধিকাংশ নারীই আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হন না। নিজে যা উপার্জন করেন তা দিয়ে সহজেই শখের জিনিস কিনতে পারেন। কিন্তু পছন্দের জিনিস তারা প্রিয় মানুষটি থেকে পেতে চান। মুখ ফুটে কখনো এই কথা না বললেও উপহার পেলে প্রেমিকা খুশি হন। বিশেষত পছন্দের কিছু উপহার পেলে তার মন মুহূর্তেই ভালো হয়ে যায়।

যত্ন নাও আমার
আপনি কি একজন কেয়ারিং প্রেমিক? প্রেমিকার ছোটখাটো সব বিষয়েই নজর রাখেন, তার যত্ন নেই। এই বিষয়টি কিন্তু তিনি বেশ উপভোগ করেন। যদিও মুখ ফুটে সেই কথা কখনোই আপনাকে বলবেন না। কিন্তু মনে মনে তিনি ঠিকই খুশি হন। এমনকি বন্ধু, পরিচিতজনদের কাছে আপনার এই স্বভাবের প্রশংসাও করেন। আপনি তার যত্ন নেন বলেই তিনি আপনাকে সম্মান করেন আর এতোটা ভালোবাসেন।

আমাকে একটু বেশি সময় দাও
এই কথাটি হয়তো প্রেমিকা আপনাকে কখনো বলেননি। কিন্তু প্রতিটি নারীই চান তার প্রিয় পুরুষটি তাকে একটু বেশি সময় দিক। প্রেমিকের জীবনে গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় সবার উপরে থাকতে চান প্রেমিকা। চান সবচেয়ে বেশি সময়ও।

মুখে না বললেও প্রেমিকার মনের এই কথাগুলো বুঝে নিন। তাকে বেশি সময় দিন। তার ছোটোখাটো ভালো লাগা, খারাপ লাগার গুরুত্ব দিন আর ভালোবাসেন। প্রেম হবে মধুর।

প্রেমিকার বেস্টফ্রেন্ড ‘সব’ জানে
আপনার প্রেমিকার একজন প্রিয় বন্ধু নিশ্চয়ই আছেন। তার সঙ্গে তিনি সময় কাটান। বন্ধুর সঙ্গে ঘুরতে যান। আড্ডা দেন। আপনিও এইটুকুই জানেন। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রেমিকা তার প্রিয় বন্ধুর সঙ্গে সব কথাই শেয়ার করেন। সব মানে কিন্তু সবই! আপনাদের সম্পর্কের খুঁটিনাটি কোনটাই তার প্রিয় বন্ধুর অজানা নয়।

তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে বিষয়টা একরকম হয় না। তাই আপনার প্রেমিকার পছন্দ বা অপছন্দকে সম্মান করুন। তিনি যা ভালোবাসেন, তা বোঝার চেষ্টা করুন। আপনাদের সম্পর্ক ভালো থাকবে।