ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরের সিংড়া কর্তব্যরত চিকিৎসক শিবলী নোমান শুভ নামে এক চিকিৎসককে লাঞ্ছিত ঘটনায় ২জন গ্রেতার একমাস মুম্বাইয়ে থাকবেন শাকিব, সঙ্গে কি ইধিকাও যাচ্ছেন? গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের সাবেক এমপি প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা পঞ্চদশ সংশোধনী বৈধতার বিষয়ে হাইকোর্টে চূড়ান্ত শুনানি ৩০ অক্টোবর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামীলীগের ষড়যন্ত্র জনগণ রুখে দাঁড়াবে শাহজাহান চৌধুরী দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই আনোয়ার আলম চৌধুরী বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সুমন নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থা রাষ্ট্রের অন্যতম নিয়ামক: রাষ্ট্রপতি ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

কাফনের কাপড় জড়িয়ে রামেবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাফনের কাপড় গায়ে জড়িয়ে দ্বিতীয় দিনের মতো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে থাকা বিভিন্ন নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে বুধবার দুপুরে রামেবি পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ দিনের কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

কর্মসূচি চলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে ৪ বছর মেয়াদি বিএসসি-ইন-নার্সিং কোর্সের বিভিন্ন সেশনে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন প্রায় তিন হাজার। এর মধ্যে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬। গত বছরের ডিসেম্বরে এ সেশনের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু নতুন বছরের এই সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। তাই সেশনজটের কবলে পড়ে তারা আন্দোলন করছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এরই মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। ব্যতিক্রম কেবল রামেবির নার্সিং অনুষদ। এটি সারা দেশে সবচেয়ে পিছিয়ে আছে। তাই চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চতুর্থ বর্ষের সব পরীক্ষা নেওয়ার দাবি করেন। না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই তারা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তাই তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানান।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের সিংড়া কর্তব্যরত চিকিৎসক শিবলী নোমান শুভ নামে এক চিকিৎসককে লাঞ্ছিত ঘটনায় ২জন গ্রেতার

কাফনের কাপড় জড়িয়ে রামেবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১২:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

কাফনের কাপড় গায়ে জড়িয়ে দ্বিতীয় দিনের মতো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে থাকা বিভিন্ন নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে বুধবার দুপুরে রামেবি পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ দিনের কর্মসূচিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজসহ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

কর্মসূচি চলাকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রামেবি অধিভুক্ত ১৮টি নার্সিং কলেজে ৪ বছর মেয়াদি বিএসসি-ইন-নার্সিং কোর্সের বিভিন্ন সেশনে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন প্রায় তিন হাজার। এর মধ্যে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ৮৬৬। গত বছরের ডিসেম্বরে এ সেশনের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু নতুন বছরের এই সাত মাসেও পরীক্ষার ঘোষণা দিতে পারেনি রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। তাই সেশনজটের কবলে পড়ে তারা আন্দোলন করছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এরই মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। ব্যতিক্রম কেবল রামেবির নার্সিং অনুষদ। এটি সারা দেশে সবচেয়ে পিছিয়ে আছে। তাই চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চতুর্থ বর্ষের সব পরীক্ষা নেওয়ার দাবি করেন। না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ার হাবিব জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই তারা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তাই তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানান।