বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৬০) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের সময় উপজেলার অন্তহার দক্ষিণপাড়া মসজিদের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কায়সার আলী বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার দক্ষিণপাড়া গ্রামের মৃত গরিবুল্লাহর ছেলে। তিনি মাঝে মাঝে ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ করতেন। রাতে গ্রামের মিনহাজুলের পুকুর পাহারা দিতেন। তিনি রাতে আম কুড়াতে বাড়ি থেকে বের হতেন। মোয়াজ্জেম আবদুস সামাদ বৃহস্পতিবার ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের সামনে কায়সার আলীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের ছেলে আবদুল মোমিন জানান, তার বাবার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বুধবার রাতে বাড়িতে সবার সঙ্গেই ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। কী কারণে তার বাবাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
গ্রামবাসীরা ধারণা করছেন, দরিদ্র শ্রমিক কায়সার আলী প্রভাবশালী কারো কোনো অপরাধ দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, দুর্বৃত্তরা মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কায়সার আলীকে হত্যা করেছে। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। পরিবার থেকেও কাউকে দায়ী করা হয়নি। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উন্মোচন ও ঘাতকদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।