গৌরনদীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার দক্ষিণ সাকোকাঠি গ্রামের মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে মাছ ব্যবসায়ী বরুণ চন্দ্র দাস (৬০) ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত সিরাজউদ্দিন প্যাদার ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৩)।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, বরুণ মাছ কেনার জন্য ভ্যানযোগে মাহিলাড়া মাছ বাজারের দিকে রওনা দেন। ভ্যানটি বাটাজোর বাইচখোলা এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী মালবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বরুণ ও আয়নাল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। পরে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে বলে জানান ওই পুলিশ কর্তকর্তা।