ভোলার বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ভূঁইয়া বাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই ক্যাম্পের আয়োজন করে ‘গোল্ডেন মুন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
দিনব্যাপী এ কর্মসূচিতে গাইনি, মেডিসিন, মা ও শিশুসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা এমএইচ সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান পিউ।
এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ সহ ঔষধ বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। তারা বলেন, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগতো। এখানে কোনো টাকা লাগছে না। বিভিন্ন রোগের সেবা পেলাম। আবার কিছু কিছু ঔষধ বিনামূল্যে পাওয়া গেল। বিনা মূল্যে চিকিৎসা নিয়ে যারা গরিব অসহায় আছি তাদের খুব উপকার হচ্ছে। এমন ভালো উদ্যোগ চারপাশে ছড়িয়ে যাক।
জানতে চাইলে “গোল্ডেন মুন ফাউন্ডেশন” পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষরা শহরে গিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো কিংবা চিকিৎসা করানোর মতো সামর্থ্য থাকে না। এসব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্যই ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন।