গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। অভিযানে দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে তারা। খবর আলজাজিরার।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন শাবুরা, ব্রাজিল, তাল আস-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে।
এই লড়াইয়ে তারা ২২ সেনা হারিয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ইসরাইলি সেনাবাহিনী ৫৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেছে।
আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মে মাস থেকে গাজার রাফা শহরে স্থল অভিযানে নামে ইসরাইলি বাহিনী।
গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তার জবাবে গত আট মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েচেন ৩৭ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮২ হাজার ফিলিস্তিনি।