ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক দেওয়ান কে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে তজুমদ্দিন উপজেলার মলংচরা ইউনিয়নের হাকিমুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে সর্বস্তরের জনগণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মলংচরা ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী শিকদার। এসময় তিনি মলংচরা ইউনিয়নের সর্বস্তরের জনগনের পক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমিন মহাজন কে মাল্যদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হাওলাদার, মলংচরা ইউনিয়নের সদস্য বশিরুল্যাহ, হাকিমুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার আল আমিন, ইউসুফ হোসেন (বলু ডিলার), মলংচরা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা ডিলার, মলংচরা ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
এসময় নব-নির্বাচিত তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান তার বক্তব্যে বলেন, মলংচরাবাসীর অনেক সমস্যা রয়েছে ইনশাআল্লাহ আমার শপথ গ্রহন শেষে আপনাদের সমস্যা গুলোর সমাধানের উদ্যোগ নেয়া হবে। মাননীয় এমপি মহোদয় এর পরামর্শক্রমে খুব দ্রুত আপনাদের কাজের বাস্তবায়ন দেখবেন। আমি ব্যাবসায়ী না আমি জনগনের জন্য রাজনীতি করি, আমি যতদিন বাঁচবো এই মলংচরা বাসীর কাছে ঋনী হয়ে থাকবো।