বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চফলনশীল বিনাতিল-৩ এর অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র। সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ডাইং গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রউফ। মাঠ দিবসে দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে অনুষ্ঠানে উচ্চফলনশীল বিনাতিল চাষাবাদে কৃষক-কৃষাণীদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে বিনাতিল-৩ এর চাষাবাদে সফলতা পেয়েছেন কৃষকরা। বাজারে চাহিদা থাকায় স্বল্প সময়ে লাভবান হতে পারেন কৃষকরা। দিন দিন তিল থেকে তেলের উৎপাদন বাড়াতে ও ভোজ্যতেলের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় এই ফসল চাষাবাদে সরকার কৃষকদের নানারকম সহযোগিতা করছে বলেও জানান তারা।