বগুড়ার শেরপুরে টয়লেটে মোবাইল ফোন পড়ে যাওয়ায় তুলতে গিয়ে টয়লেটের কুয়ার মধ্যে পড়ে চান মিয়া (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
জানা যায়, বাড়ীর পাশের টয়লেট। সকালে একটু অন্ধকার হওয়ায় মোবাইলের আলো নিয়ে টয়লেট করতে যায়। এ সময় হাত থেকে মোবাইল ফোনটি টয়লেটের কুয়ার উপর পরে যায়। তখন মোবাইলটি তুলতে নিয়ে অসাবধানতা বসত চান মিয়া কুয়ার মধ্যে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। পড়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে টয়লেটের কুয়ার মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর ফাসার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ বখতিয়ার জানান, টয়লেটের মধ্য থেকে চান মিয়া নামের একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, থানায় একটি অপমৃত্যুর ডায়েরী হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।