ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম সদরঘাট থানা’র উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত এমন গরম আর কতদিন ? কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না চার শিশুর দুই ছাত্রীকে যৌন হয়রানি, বড় হুজুর গ্রেফতার রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে সাজা প্রদান চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা বোরহানউদ্দিনে উত্তর-টবগী রাস্তার মাথা জামে মসজিদের সভাপতি বাচ্চু পন্ডিত- সম্পাদক- আলম ফরাজি তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই ট্রাকে অভিনব কায়দায় লুকানো ১৯৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩
আ.লীগের কেন্দ্রীয় কমিটি

যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর চিন্তা

পরিবর্তন আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে। একটি যুগ্মসম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর কথা ভাবছে দলটি। তবে বর্তমান ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মূল কাঠামো ঠিক রেখে সম্পাদকীয় এ তিনটি পদ বাড়ানো হতে পারে।

এজন্য জেলা, উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের চিঠি দিয়ে মতামত চাওয়া হবে। শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত গঠনতন্ত্র সংশোধন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ রয়েছে ৮টি, যুগ্মসাধারণ সম্পাদক ৪টি। দলটির সাংগঠনিক কাঠামোতে বর্তমানে দেশের আট বিভাগের প্রতিটির জন্য একজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে একজন যুগ্মসাধারণ সম্পাদক দুটি করে বিভাগে সাংগঠনিক টিমে দায়িত্ব পালন করেন। নবগঠিত দুই প্রশাসনিক বিভাগ ‘পদ্মা’ ও ‘মেঘনা’র জন্য দুটি সাংগঠনিক সম্পাদক ও একটি যুগ্মসম্পাদক পদ বাড়ানো হতে পারে। তবে বর্তমান কমিটির মূল কাঠামো ৮১ সদস্য ঠিক রাখা হবে। এজন্য কমানো হতে পারে কার্যনির্বাহী কমিটির সদস্যপদ। এ বিষয়ে গঠনতন্ত্র উপকমিটির সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার অনুমতি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে আসন্ন জাতীয় সম্মেলনে এ বিষয়ে দলটির গঠনতন্ত্রে সংশোধনী আনা হবে।

বৈঠক শেষে গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, গঠনতন্ত্র উপকমিটির সভায় আমরা প্রাথমিক আলোচনা করেছি। দায়িত্ব অর্পণ করেছি। গঠনতন্ত্রটি কীভাবে আরও সুন্দর করা যায়, যাতে সংগঠনটি আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করতে পারি-এসব বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের এই উদ্যোগগুলো আমাদের সংগঠনকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত করবে। আওয়ামী লীগ সব সময় শক্তিশালী দল। এই সম্মেলনের মাধ্যমে দল আরও আধুনিক হবে।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান কমিটি যেটা আছে, আমার মনে হয় সেটাই যথেষ্ট। আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, আরও আলোচনা আসবে। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা জেলা, উপজেলা পর্যায়ে চিঠি দিয়ে তাদের মতামত আহ্বান করব। অনলাইনেও আহ্বান করব। আওয়ামী লীগের পেজ থেকেও দিয়ে দেওয়া হবে।

বৈঠকে সম্মেলন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয় ৮১। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ছিল ৭৩ সদস্যবিশিষ্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় ১৯৪৯ সালে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল ৪০ সদস্যের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম সদরঘাট থানা’র উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

আ.লীগের কেন্দ্রীয় কমিটি

যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর চিন্তা

আপডেট সময় ১২:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

পরিবর্তন আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে। একটি যুগ্মসম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর কথা ভাবছে দলটি। তবে বর্তমান ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মূল কাঠামো ঠিক রেখে সম্পাদকীয় এ তিনটি পদ বাড়ানো হতে পারে।

এজন্য জেলা, উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের চিঠি দিয়ে মতামত চাওয়া হবে। শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত গঠনতন্ত্র সংশোধন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ রয়েছে ৮টি, যুগ্মসাধারণ সম্পাদক ৪টি। দলটির সাংগঠনিক কাঠামোতে বর্তমানে দেশের আট বিভাগের প্রতিটির জন্য একজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে একজন যুগ্মসাধারণ সম্পাদক দুটি করে বিভাগে সাংগঠনিক টিমে দায়িত্ব পালন করেন। নবগঠিত দুই প্রশাসনিক বিভাগ ‘পদ্মা’ ও ‘মেঘনা’র জন্য দুটি সাংগঠনিক সম্পাদক ও একটি যুগ্মসম্পাদক পদ বাড়ানো হতে পারে। তবে বর্তমান কমিটির মূল কাঠামো ৮১ সদস্য ঠিক রাখা হবে। এজন্য কমানো হতে পারে কার্যনির্বাহী কমিটির সদস্যপদ। এ বিষয়ে গঠনতন্ত্র উপকমিটির সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার অনুমতি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে আসন্ন জাতীয় সম্মেলনে এ বিষয়ে দলটির গঠনতন্ত্রে সংশোধনী আনা হবে।

বৈঠক শেষে গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, গঠনতন্ত্র উপকমিটির সভায় আমরা প্রাথমিক আলোচনা করেছি। দায়িত্ব অর্পণ করেছি। গঠনতন্ত্রটি কীভাবে আরও সুন্দর করা যায়, যাতে সংগঠনটি আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করতে পারি-এসব বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের এই উদ্যোগগুলো আমাদের সংগঠনকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত করবে। আওয়ামী লীগ সব সময় শক্তিশালী দল। এই সম্মেলনের মাধ্যমে দল আরও আধুনিক হবে।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান কমিটি যেটা আছে, আমার মনে হয় সেটাই যথেষ্ট। আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, আরও আলোচনা আসবে। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা জেলা, উপজেলা পর্যায়ে চিঠি দিয়ে তাদের মতামত আহ্বান করব। অনলাইনেও আহ্বান করব। আওয়ামী লীগের পেজ থেকেও দিয়ে দেওয়া হবে।

বৈঠকে সম্মেলন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয় ৮১। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ছিল ৭৩ সদস্যবিশিষ্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় ১৯৪৯ সালে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল ৪০ সদস্যের।