আগামী ২৮শে, মে থেকেই আগামী ২৬শে, জুলাই পর্যন্ত কলকাতার মহানগরীর কিছু যায়গায় থাকবে ১৪৪,ধারা। একথা রুটিন বিজ্ঞপ্তি প্রকাশ করেন কলকাতার নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল আই পি এস। কারণ হিসেবে কলকাতার নগরপাল জানান যে কিছু তথ্য র ভিত্তি করে তারা আশঙ্কা প্রকাশ করছে যে কলকাতার উপকন্ঠে নাশকতার কাজ করতে পারে উগ্রপন্থীদের দল। তাই কলকাতার হেয়ার স্ট্রিট থানা ও টিপু সুলতান মসজিদ এলাকা এবং রাজভবন এলাকা এবং ধর্মতলা এলাকায় বেআইনি সমাবেশ সভা সমিতি ও মিছিল এবং মিটিং করতে দেওয়া হবে না। সেই সঙ্গে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ঘোরা ও পাঁচ ব্যাক্তি র বেশি একসাথে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনার পর পশ্চিম বাংলা র বিজেপি দলের সভাপতি বলেন যে আগামী ২৮শে মে পশ্চিম বাংলা কলকাতায় আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাকে আটকাতে এই পথ নিয়েছেন কলকাতার নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল।
সংবাদ শিরোনাম ::
নাশকতার ঘটতে পারে, তাই আগামী ২৮শে, মে থেকেই দুই মাসের জন্য কলকাতায় থাকবে ১৪৪,ধারা।
- কলকাতা প্রতিনিধি
- আপডেট সময় ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- ৫৯৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ