দক্ষিণ গাজার রাফাহতে ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের (ওআইসি) অধিবেশন চলাকালীন দেওয়া এক বক্তব্যে এ সতর্কতা দেন তিনি। খবর আল আরাবিয়া।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ব্যাপারে রিয়াদের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন।
ক্রমবর্ধমান আন্তর্জাতিক ঐকমত্যের বিষয়টি তুলে ধরে প্রিন্স ফয়সাল বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে থাকা দেশের সংখ্যা দিন দিন বাড়ছে।
প্রিন্স ফয়সাল তার বক্তব্যে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর ভেঙে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেন। বলেন, ইউএনআরডব্লিউএ ভেঙে দেওয়া গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে।
যে দেশগুলো এই সংস্থাটির জন্য তাদের তহবিল স্থগিত করেছে, তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বানও জানিয়েছেন তিনি।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানে এই সংস্থাটির কর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ করেছিল তেলআবিব। এর পর বেশ কয়েকটি দেশ ইউএনআরডব্লিউএর জন্য তাদের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে।
সোমবার ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনিও এই এজেন্সির কার্যক্রম বন্ধ করাকে ‘একটি ইচ্ছাকৃত এবং সমন্বিত প্রচারণা’ হিসেবে সতর্ক করেছেন।