ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে প্রতিবেশী লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিটিআই। এতে বলা হয়েছে, সোমবার ইসরাইলের সীমান্তাঞ্চলীয় এলাকা মার্গালিওটের কাছে একটি ফলের বাগানে এ ঘটনা ঘটে। হতাহত তিনজনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা।
ভারতীয় বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ইসরাইলি জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) এর মুখপাত্র জাকি হেলার পিটিআইকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে ইসরাইলের গ্যালিলি অঞ্চলের একটি মোশাভ (সম্মিলিতি কৃষি সমাজ) মার্গালিওটের এক ফলের বাগানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
এতে কেরালার কোল্লাম থেকে ইসরাইলে যাওয়া পাটনিবিন ম্যাক্সওয়েল নিহত হন। এ সময় ভারতীয় নাগরিক বুশ যোশেফ জর্জ ও পল মেলভিন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।