টেলিভিশন ব্যক্তিত্ব শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সায়িদ স্যারের ২৫ জুলাই ছিলো শুভ জন্মদিন,জন্মদিন উপলক্ষে স্যারকে চ্যানেল আই পরিবার লাল গালিচা সংবর্ধনা দেন।
এবং বিশেষ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে তাকে চ্যানেল আই-আইএফআইসি ব্যাংক সম্মানায় ভূষিত করেন, এতে ক্রেস্ট ও ১লক্ষ টাকার চেক প্রদান করেন আইএফআইসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার।
তিনি শুভেচ্ছা ভাষনে বলেন-স্যার এর সাথে দেখা জানাশুনা ৪৫ বছর আগে, আমার সাথে ভালো সম্পর্ক, দেখে আসছি তিনি নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাড়াকার আমিরুল ইসলাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন-তার লেখা ৪৩ তম বই প্রকাশিত হয়েছে, এখনো লিখে যাচ্ছেন, আরো উপস্থিত ছিলেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু, আবু সায়িদ স্যার অনুভূতি প্রকাশে বলেন-আসলে বসতে গেলে মনে হয় জীবনাটাই বসে যায়।
প্রথমে প্রশংসাটা ঠিক থাকলে সব ঠিক থাকে,সাগরের সাগরতা দেখলাম, আমিতো ছিলাম না, একদিন থাকবো না, জীবনে আছি একদিন চলে যাবো। জীবনকে রচিত করতে হয়, এই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, পৃথিবীটা সুন্দর।
বিটিভির জন্য তিনি যে জন্মদিনের গান বানিয়েছিলেন, সেই গানটি বাজানো হয়, চ্যানেল আই পরিবার জন্মদিনের কেক কাটেন,কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।