ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত আবিদার পরিচয়পত্র পেশ

কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো সাভেসের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

কোস্টা‌রিকার স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) পরিচয়পত্র পেশ করার তথ্য বুধবার (২৭ অক্টোবর) এক টুইট বার্তায় জানান রাষ্ট্রদূত
আবিদা। টুইটে আবিদা লিখেছেন, কোস্টারিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি। আশা করি, আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কোস্টারিকার প্রেসিডেন্ট রাষ্ট্রদূত আবিদার সাফল্য কামনা করেন ও তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সমদূরবর্তী দায়িত্ব হিসেবে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি প্রায় সাড়ে তিন বছর দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (আমেরিকা অনুবিভাগ) দায়িত্ব পালন করছেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। তিনি লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত আবিদার পরিচয়পত্র পেশ

আপডেট সময় ১১:২০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো সাভেসের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

কোস্টা‌রিকার স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) পরিচয়পত্র পেশ করার তথ্য বুধবার (২৭ অক্টোবর) এক টুইট বার্তায় জানান রাষ্ট্রদূত
আবিদা। টুইটে আবিদা লিখেছেন, কোস্টারিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি। আশা করি, আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কোস্টারিকার প্রেসিডেন্ট রাষ্ট্রদূত আবিদার সাফল্য কামনা করেন ও তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সমদূরবর্তী দায়িত্ব হিসেবে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি প্রায় সাড়ে তিন বছর দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (আমেরিকা অনুবিভাগ) দায়িত্ব পালন করছেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। তিনি লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।