নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র মাসদাইয়ের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (১৫ জুন) রাজউক জোন-৮ এর পরিচালক ইয়াহিয়া খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় দুটি ভবনের আংশিক ভেঙে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, রাজউক জোন ৮ এর অথরাইড অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন, ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম, ইন্সপেক্টর শফিউল্লাহ, মো. সামিউল প্রমুখ।
রাজউক জোন ৮ এর পরিচালক ইয়াহিয়া খান জনবাণী’কে বলেন, যে সমস্ত ভবন রাজউকের নকশার বহির্ভূত হবে তারাই এর আওতায় পড়বে। তাই ভবন মালিকদের বলব আপনারা ভবন তৈরি করার আগে অবশ্যই রাজউকের নকশার আইন মেনে ভবন তৈরি করুন।