জনাব মোজাম্মেল হক মজু ভাই মার্জিত স্বভাব. নম্রতা.ভদ্রতা. নির অহংকার এবং সৎ চরিত্রের একজন মানুষ। তিনি বিনয়ের সাথে সবার সঙ্গে কথা বলেন। ছোটবেলা থেকে পরোপকার তার নিয়ম তান্ত্রিক অভ্যাস। তিনি গড়ে তুলেছেন নিজ এলাকায় মসজিদ মাদ্রাসা সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান। শৈশবকাল থেকে ঢাকায় এসে ব্যবসা শুরু করেন । নিজের এলাকার গরিব অসহায় মানুষের সাহায্যে সহযোগিতা এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা দিতে শুরু করেন .গড়ে তোলেন বঙ্গ মার্কেটের মত বিশ্বের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান।
মানুষের ভালোবাসার টানে এলাকার লোকগুলিকে প্রতিষ্ঠিত করতে থাকে হিংসা লোভ কোনটাই তাহার মাঝে নেই। জীবনের রাজনৈতিক চাহনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির হাত ধরে. নানান প্রতিকূলতার মাঝেও কোন দলের সাথে আপোষ করেননি. বিএনপি করার কারণে বারবার ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে কিন্তু দলের বাহিরে যাননি। এলাকার লোকজনদের ঐক্যবদ্ধ করে বিএনপির রাজনীতি সুসংগঠিত রেখেছেন। বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল প্রত্যেক অঙ্গ সংগঠনের কর্মীরা নানান মামলা মোকাদ্দমা পড়লে তিনি সাহায্য সহযোগিতা করেছেন।
রামগঞ্জ উপজেলার বিএনপি যখন নানান দুঃসময় পার করছে দলের ভিতর বিভিন্ন গ্রুপিং দল যখন বিপর্যয় অবস্থায় পড়েছে তখনই তিনি দলের হাল ধরতে বাধ্য হয়েছে। স্থানীয় দলের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দ উদ্দীপনায় জনাব মোজাম্মেল হক মজু ভাই কে রামগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়কের দায়িত্ব দিয়েছেন। জনাব মজু ভাই দৈনিক আমাদের মাতৃভূমির সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন আমি নিজেকে বিএনপি’র একজন সাধারণ কর্মী মনে করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান. খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেতা.
প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে খালকাটা থেকে শুরু করে বিদেশের মাটিতে গাছ পর্যন্ত রোপন করে বিশ্বের দরবারে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী খালেদা জিয়া দেশে অসংখ্য কাজ করেছে। তারেক রহমান আমাদের জন্য মাইলস্টোন . তাদের নেতৃত্বে আমাদের রাজনীতি। আমি বিএনপি’র যুগ্নু মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যনির প্রতি চির কৃতজ্ঞ যে তিনি আমাকে রামগঞ্জ উপজেলা বিএনপির মত দলের আহবায়কের দায়িত্ব দিয়েছেন। সাথে সাথে রামগঞ্জ উপজেলা অসংখ্য বিএনপির নেতাকর্মীর প্রতি।
জনাব মোজাম্মেল হক মজু বলেন আমাদের সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। আজ ব্যবসা-বাণিজ্য সহ জনজীবনে যে বিষন্নতা বিরাজ করছে। আমরা দেশে আর নরাজ্য বিশৃঙ্খলা হানাহানি মারামারি লুটতরাজ দেখতে চাই না। নতুন দেশ নতুন সমাজ এখনই গড়তে না পারলে বিগত স্বৈরাচারী সরকারের মতো আমাদেরও পরাজয় বরণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি হল দখল হল বাণিজ্য ফুটপাত দখল মোবাইলে চাঁদাবাজি মদ গাঁজা আসক্তদের সংখ্যা বেড়ে চলছে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। তিনি আরো বলেন আমাদের নেতা তারেক রহমানের মার্জিত সমালোচনা দিকনির্দেশনা ইতিমধ্যে সর্ব মহলে প্রশংসনীয়।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় যাকে দেশে আসতে দেওয়া হয়নি এবং আপন ছোট ভাইয়ের মৃত্যুতে মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ মাকেও দেখতে দেওয়া হয়নি তারপরও এই নেতার স্বভাব সুলভ বক্তব্য যা আমাদের জন্য গর্বের বিষয়। তাদের আদর্শকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। জনাব মজু ভাই বলেন রামগঞ্জের প্রত্যেকটি বিএনপির কর্মী আমার পরিবারের সদস্য। তাই দুঃসময়ে যেমন দায়িত্ব নিয়েছি সব সময় তাদের পাশেই থাকবো। বর্তমান অন্তবর্তী কালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণঅভ্যুত্থানের ফসল।
এই সরকারের ব্যর্থতা আমাদের সকলেরই ব্যর্থতা। তাই অন্তবর্তী কালীন সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি।
আহবায়ক. রামগঞ্জ উপজেলা বিএনপি. চেয়ারম্যান বঙ্গবাজার কমপ্লেক্স মালিক সমিতি।