সুনামগঞ্জের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিদর্শনে যান হাওরের ফসল রক্ষা বেরিবাঁধ। আকস্মিক বৃষ্টির হওয়ায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওররক্ষা বাঁধ পরিদর্শনে যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, নুরুল হুদা মুকুট ও সাধারন সম্পাদক নোমান বখত্ পলিন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সভাপতি সিতাংশু শেখর ধর সিতু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসেন,পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর,যুগ্ম সাধারন সম্পাদক মাসুক মিয়া সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত্ পলিন বলেন, হঠাৎ করেই কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো এবং মন্দ মিলেই রয়েছে। আজ আমরা হাওররক্ষা বাঁধে গিয়ে দেখে আসলাম,দেখে ভালো লাগছে, আমরা আশাবাদী এ বৎসর আগাম পাহাড়ী ঢলের কবলে না পড়লে আমরা সুনামগঞ্জবাসী ভালো ধান পাবেন। সুনামগঞ্জ মাছ ধান সবদিকেই বিশাল এগিয়ে। তাই আল্লাহর রহমতে এ বছরে সোনার ফসল ঘরে উঠুক এটাই প্রত্যাশা। আমরা হাওর পাড়ের সন্তান,কৃষকের পাশে আছি সবসময়ই, ইনশাআল্লাহ।