জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ফ্যামিলি টাওয়ারে ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্কের অফিস উদ্বোধন করা হয়েছে।
ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক চলতি বছরের মার্চ থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। কাশ্মির, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, বাংলাদেশের সুন্দরবনসহ বেশ কয়েক জায়গাতে তারা সফলভাবে ভ্রমণ করেছে।
অফিস উদ্বোধন অনুষ্ঠানে ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা নুসরাত জাহানসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক গত মাসে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে। এ অ্যাওয়ার্ডের জন্য শ্রীলঙ্কা, ভারত, নেপাল, বাংলাদেশ আরও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল।