হবিগঞ্জ জেলার ৩টি উপজেলায় ০৩ অক্টোবর সোমবার হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২২ এর মহা অষ্টমী’র দিনে সন্ধ্যায় হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং থানার রামকৃষ্ণ মিশন সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও শিববাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও হবিগঞ্জ সদর।
লাখাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস ) এম এ জলিল ও হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পরিদর্শনকালে তাঁরা মন্ডপ সমূহের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। পরে বিবেকানন্দ পূজা পরিষদ, বানিয়াচং এর আয়োজনে সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করার এবং কোন ধরনের গুজবে কান না দিয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), হবিগঞ্জ, মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ ও সদর, লাখাই, বানিয়াচং থানার অফিসার ইনচার্জগণ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।