ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন। আগামী সপ্তাহে তিনি এ সফরে যাবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ব্লিনকেন তার এ সফরে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানের আহ্বার জানাবেন। সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। ব্লিনকেনের সঙ্গে এটাই নেতানিয়াহুর প্রথম বৈঠক হবে।
এরপর ব্লিনকেন পশ্চিম তীর সফরে যাবেন এবং রামাল্লায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইসরায়েলি অভিযানে বেশ কিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানাবেন ব্লিনকেন।
মিসর সফরের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, লিবিয়া ও সুদানসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গেও বৈঠক করবেন ব্লিনকেন।