ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক, ৮ আওয়ামী লীগ কর্মী আটক যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার মহতী উদ্যোগ প্রশংসার দাবিদার উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বকশীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া ভোলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন এ্যাডভোকেট ফরিদুর রহমান গাজীপুরে দখল-দূষণের কবলে বেশিরভাগ নদী-খাল, নিরব ভূমিকায় কতৃপক্ষ গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় হামলা ও ভাঙচুর আহত ২ শ্রমিক গুলশান-বাড্ডা এলাকায় তিনজনকে কুপিয়ে বিপুল টাকা-ডলার-ইউরো ছিনতাই শরীয়তপুর -২ জামায়েত প্রার্থী অধ্যাপক ডাঃ মাহমুদ সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার

বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে মামলা : যেভাবে এগোচ্ছে তদন্ত

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়ের হওয়া দুই মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তদন্তে উদ্ধার করা যায়নি মামলার গুরুত্বপূর্ণ কোনো আলামতও। এছাড়া জিজ্ঞাসাবাদের আওতায় আসেনি কোনো আসামি। শুধুমাত্র রাজধানী ঢাকার ধানমন্ডি থানার মামলায় একবার রিমান্ডে আনা হয়েছিল বাবুল আক্তারকে। তাতেও মেলেনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য। আবার চট্টগ্রাম নগরের খুলশী থানার মামলায় আবেদন করে রিমান্ড পাননি তদন্ত কর্মকর্তা। 

অগ্রগতি বলতে শুধুমাত্র ইউটিউব থেকে কয়েকটি লিংক শনাক্ত করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তারা। এসব লিংক যাচাই-বাছাই করছেন তারা। এছাড়া ভিডিওর ফুটেজ কীভাবে বিদেশে গেল সেটি তদন্ত করা হচ্ছে। কবে নাগাদ মামলা দুটির তদন্ত শেষ হতে পারে সেই প্রশ্নের উত্তরও নেই তদন্ত সংশ্লিষ্টদের কাছে। যদিও মামলা দুটি যথাসময়ে শেষ হওয়া এবং সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদী বাদীপক্ষ।

আদালত সূত্র জানায়, স্ত্রী হত্যায় দায়ের হওয়া মামলায় কারাগারে আছেন বাবুল আক্তার। তাকে চট্টগ্রাম নগরের খুলশী ও রাজধানী ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মামলার আসামি হওয়া ইলিয়াস হোসাইন আদালতের কাগজে-কলমে পলাতক রয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া ছাড়াই আদালত থেকে জামিন নিয়েছেন বাবুল আক্তারের বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই মো. হাবিবুর রহমান লাবু।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৭ সেপ্টেম্বর সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে বাবুল আক্তার ও ইলিয়াস হোসেনসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাকি দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়া। রাজধানীর ধানমন্ডি থানায় আলোচিত মামলাটি দায়ের করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। মামলাটি তদন্ত করছেন ধানমন্ডি থানা পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম।

দুটি মামলার অভিযোগে বলা হয়- দেশের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা তদন্তাধীন থাকার সময়ে প্রধান আসামি সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই। তিনি কারাগারে থাকা অবস্থায় ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা আবদুল ওয়াদুদ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আসামিরা মিলে যুক্তরাষ্ট্রে থাকা ইলিয়াস হোসাইনকে দিয়ে বিভিন্ন অপকৌশল এবং ষড়যন্ত্র করে। মিতু হত্যার মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে এবং পুলিশ-পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আসামিরা এসব ষড়যন্ত্র করেন।

তারই অংশ হিসেবে ইলিয়াস হোসাইন তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে দুটি ভিডিও আপলোড করেন। যার একটির শিরোনাম ‘স্ত্রী খুন, স্বামী জেলে, খুনি পেয়েছেন তদন্তের দায়িত্ব’ এবং অপরটির শিরোনাম ‘প্রতিবছর স্বামী পাল্টায় পিবিআইয়ের এসপি নাইমা’। এসব ভিডিও আপলোডের পর অজ্ঞাতপরিচয় আসামিরা বিরূপ মন্তব্য, লাইক ও শেয়ার করে প্রচারের মাধ্যমে দুই বাদীর মানহানি ও পিবিআইয়ের মতো বিশেষায়িত তদন্ত সংস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

ধানমন্ডি থানায় দায়ের করা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ও একই থানার ইন্সপেক্টর (অপারেশন) রবিউল ইসলাম বলেন, বাবুল আক্তারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। এটা ডিজিটাল আইনের মামলা। আমরা বিভিন্ন ভয়েস রেকর্ড যাচাই-বাছাই করে দেখছি। ইলিয়াসের আইডি থেকে যে লিংকগুলো পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এর বেশি আপাতত আগ্রগতি নেই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসপি নাইমা সুলতানা বাদী হয়ে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর ডিবি উত্তর জোনের পরিদর্শক আরিফুর রহমান বলেন, মামলায় আমরা বিভিন্ন ডিজিটাল আলামত পরীক্ষার আবেদন করেছি। আসামি ইলিয়াসের আপলোড করা ভিডিও যাচাই করে দেখা হচ্ছে। আসামিদের মধ্যে দুজন জামিনে, একজন কারাগারে এবং আরেকজন দেশের বাইরে আছে। ওনাদের কাছ থেকে আসলে বস্তুসাক্ষ্য পাওয়ার মতো অবস্থা নেই। তারপরও আমরা তদন্ত করে দেখব।

এ বিষয়ে জানতে চাইলে পিবিআই প্রধান এবং অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, দুটি মামলাই তদন্তাধীন আছে। একটি ধানমন্ডি থানা পুলিশ আরেকটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ইউনিট তদন্ত করছে। তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন। এক প্রশ্নের জবাবে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তো তদন্তাধীন বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারি না। আবার যেহেতু আমরা নিজেরা বাদী সেহেতু পিবিআই এ মামলা তদন্ত করবে না। এটি নৈতিকভাবে ঠিকও না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন।

তবে মামলাটিতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ২০২১ সালের ১২ মে আগের মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল।

এদিকে, প্রথম মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ অক্টোবর নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ৩ নভেম্বর নারাজি ও পিবিআইয়ের প্রতিবেদন খারিজ করে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। এরপর দুটি মামলাই তদন্ত করতে থাকে পিবিআই। তবে পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২৫ জানুয়ারি মিতুর বাবার দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর প্রথম মামলাটি অধিকতর তদন্ত শেষে বাবুলসহ ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক, ৮ আওয়ামী লীগ কর্মী আটক

বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে মামলা : যেভাবে এগোচ্ছে তদন্ত

আপডেট সময় ১২:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়ের হওয়া দুই মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তদন্তে উদ্ধার করা যায়নি মামলার গুরুত্বপূর্ণ কোনো আলামতও। এছাড়া জিজ্ঞাসাবাদের আওতায় আসেনি কোনো আসামি। শুধুমাত্র রাজধানী ঢাকার ধানমন্ডি থানার মামলায় একবার রিমান্ডে আনা হয়েছিল বাবুল আক্তারকে। তাতেও মেলেনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য। আবার চট্টগ্রাম নগরের খুলশী থানার মামলায় আবেদন করে রিমান্ড পাননি তদন্ত কর্মকর্তা। 

অগ্রগতি বলতে শুধুমাত্র ইউটিউব থেকে কয়েকটি লিংক শনাক্ত করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তারা। এসব লিংক যাচাই-বাছাই করছেন তারা। এছাড়া ভিডিওর ফুটেজ কীভাবে বিদেশে গেল সেটি তদন্ত করা হচ্ছে। কবে নাগাদ মামলা দুটির তদন্ত শেষ হতে পারে সেই প্রশ্নের উত্তরও নেই তদন্ত সংশ্লিষ্টদের কাছে। যদিও মামলা দুটি যথাসময়ে শেষ হওয়া এবং সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদী বাদীপক্ষ।

আদালত সূত্র জানায়, স্ত্রী হত্যায় দায়ের হওয়া মামলায় কারাগারে আছেন বাবুল আক্তার। তাকে চট্টগ্রাম নগরের খুলশী ও রাজধানী ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মামলার আসামি হওয়া ইলিয়াস হোসাইন আদালতের কাগজে-কলমে পলাতক রয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া ছাড়াই আদালত থেকে জামিন নিয়েছেন বাবুল আক্তারের বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই মো. হাবিবুর রহমান লাবু।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৭ সেপ্টেম্বর সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে বাবুল আক্তার ও ইলিয়াস হোসেনসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাকি দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়া। রাজধানীর ধানমন্ডি থানায় আলোচিত মামলাটি দায়ের করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। মামলাটি তদন্ত করছেন ধানমন্ডি থানা পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম।

দুটি মামলার অভিযোগে বলা হয়- দেশের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা তদন্তাধীন থাকার সময়ে প্রধান আসামি সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই। তিনি কারাগারে থাকা অবস্থায় ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা আবদুল ওয়াদুদ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আসামিরা মিলে যুক্তরাষ্ট্রে থাকা ইলিয়াস হোসাইনকে দিয়ে বিভিন্ন অপকৌশল এবং ষড়যন্ত্র করে। মিতু হত্যার মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে এবং পুলিশ-পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আসামিরা এসব ষড়যন্ত্র করেন।

তারই অংশ হিসেবে ইলিয়াস হোসাইন তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে দুটি ভিডিও আপলোড করেন। যার একটির শিরোনাম ‘স্ত্রী খুন, স্বামী জেলে, খুনি পেয়েছেন তদন্তের দায়িত্ব’ এবং অপরটির শিরোনাম ‘প্রতিবছর স্বামী পাল্টায় পিবিআইয়ের এসপি নাইমা’। এসব ভিডিও আপলোডের পর অজ্ঞাতপরিচয় আসামিরা বিরূপ মন্তব্য, লাইক ও শেয়ার করে প্রচারের মাধ্যমে দুই বাদীর মানহানি ও পিবিআইয়ের মতো বিশেষায়িত তদন্ত সংস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

ধানমন্ডি থানায় দায়ের করা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ও একই থানার ইন্সপেক্টর (অপারেশন) রবিউল ইসলাম বলেন, বাবুল আক্তারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। এটা ডিজিটাল আইনের মামলা। আমরা বিভিন্ন ভয়েস রেকর্ড যাচাই-বাছাই করে দেখছি। ইলিয়াসের আইডি থেকে যে লিংকগুলো পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এর বেশি আপাতত আগ্রগতি নেই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসপি নাইমা সুলতানা বাদী হয়ে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর ডিবি উত্তর জোনের পরিদর্শক আরিফুর রহমান বলেন, মামলায় আমরা বিভিন্ন ডিজিটাল আলামত পরীক্ষার আবেদন করেছি। আসামি ইলিয়াসের আপলোড করা ভিডিও যাচাই করে দেখা হচ্ছে। আসামিদের মধ্যে দুজন জামিনে, একজন কারাগারে এবং আরেকজন দেশের বাইরে আছে। ওনাদের কাছ থেকে আসলে বস্তুসাক্ষ্য পাওয়ার মতো অবস্থা নেই। তারপরও আমরা তদন্ত করে দেখব।

এ বিষয়ে জানতে চাইলে পিবিআই প্রধান এবং অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, দুটি মামলাই তদন্তাধীন আছে। একটি ধানমন্ডি থানা পুলিশ আরেকটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ইউনিট তদন্ত করছে। তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন। এক প্রশ্নের জবাবে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তো তদন্তাধীন বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারি না। আবার যেহেতু আমরা নিজেরা বাদী সেহেতু পিবিআই এ মামলা তদন্ত করবে না। এটি নৈতিকভাবে ঠিকও না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন।

তবে মামলাটিতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ২০২১ সালের ১২ মে আগের মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল।

এদিকে, প্রথম মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ অক্টোবর নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ৩ নভেম্বর নারাজি ও পিবিআইয়ের প্রতিবেদন খারিজ করে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। এরপর দুটি মামলাই তদন্ত করতে থাকে পিবিআই। তবে পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২৫ জানুয়ারি মিতুর বাবার দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর প্রথম মামলাটি অধিকতর তদন্ত শেষে বাবুলসহ ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।