প্রশাসনের পক্ষ থেকে সব নির্বাচনে সহযোগিতা করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আমরা নির্বাচনে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবো।
রোববার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিসি সম্মেলনে উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতীয় নির্বাচনের আগে ডিসিদের শেষ সম্মেলন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই প্রশাসনের তরফ থেকে সেভাবে সহযোগিতা করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার।
তিনি আরও বলেন, নির্বাচনে সহযোগিতার জন্য আমাদের ঐতিহ্য ও অভিজ্ঞতা আছে। সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবো।