ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নাইজেরিয়া

নাইজেরিয়ার রাষ্ট্রদূত আকিনরেমি বোলাজি বলেছেন, গত এক যুগে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। এ অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে আগ্রহী। এ লক্ষ্যে আমরা দুই দেশের মধ্যকার ব্যবসা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনার বিষয়গুলো পর্যালোচনা করছি।

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কনফারেন্স হলে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মাল্টিসেক্টরাল বিনিয়োগ সম্পর্কিত সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত একযুগে বাংলাদেশ পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি। যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।

এ সময়ে তিনি নাইজেরিয়ার প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের বর্তমান চিত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য খাতে সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান। সভায় বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদের প্রথম বাংলাদেশ সফর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নাইজেরিয়া

আপডেট সময় ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

নাইজেরিয়ার রাষ্ট্রদূত আকিনরেমি বোলাজি বলেছেন, গত এক যুগে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। এ অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে আগ্রহী। এ লক্ষ্যে আমরা দুই দেশের মধ্যকার ব্যবসা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনার বিষয়গুলো পর্যালোচনা করছি।

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কনফারেন্স হলে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মাল্টিসেক্টরাল বিনিয়োগ সম্পর্কিত সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত একযুগে বাংলাদেশ পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি। যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।

এ সময়ে তিনি নাইজেরিয়ার প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের বর্তমান চিত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য খাতে সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান। সভায় বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদের প্রথম বাংলাদেশ সফর।