রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গণমাধ্যমকর্মী, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। একইসঙ্গে বিজয়ীদের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে।
একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেভাবে
‘ভোক্তা-অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ নিয়ে গণমাধ্যমকর্মীদের ২ হাজার থেকে ২৫শ শব্দে লিখতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় হচ্ছে ‘ভোক্তা-অধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ- সমস্যা ও সম্ভাবনা’। রচনা ২ হাজার থেকে ২৫শ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে।
কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় হচ্ছে ‘ডিজিটাল কর্মাসে ভোক্তার সুরক্ষা চ্যালেঞ্জ ও সম্ভাবনা’। রচনা ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় হচ্ছে ‘ভোক্তা অধিকার রক্ষায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ভূমিকা’। রচনা ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।
আগ্রহী প্রার্থীদের চলতি বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে ডাকযোগে বা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে রচনার পান্ডুলিপি মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কাওরান বাজার, টিসিবি ভবন (৮ম তলা), ঢাকা বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।নির্বাচিত রচনা ১৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকায় ছাপানো হবে।