শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্মনিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হয় না। শিশুদের ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের ওপরে সব বয়সীদের জন্য ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছেন সরকার। সরকারের এ নিয়ম মানছেন না নওগাঁ সদর উপজেলার চন্ডিপুড় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আঃ মুত্তালেব। ৫০ টাকার জায়গায় ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নে বাসিন্দারা।
জানা যায়, সরকারি নিয়ম উপেক্ষা করে জন্ম সনদের জন্য চন্ডিপুড় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অতিরিক্ত ফি আদায় করা হয়। অতিরিক্ত ফি অন্যদিকে উদ্যোক্তাদের দুর্ব্যবহারে অনেকেই অতিষ্ঠ। কেউ তার প্রতিবাদ করলে তাকে হতে হয় বিভিন্ন হয়রানির শিকার। এরই মধ্যে জন্মনিবন্ধনে করতে আসা লস্করপুর গ্রামের কয়েকজনের কাছে জানতে পারা যায়,অভিযুক্ত উদ্যোক্তা আঃ মুত্তালেব জন্মনিবন্ধন করতে ২৫০ টাকা করে নেয়।তিনি আরও বলেন যে ২৫০ টাকা বড় কথা নয়,বড় কথা হচ্ছে হয়রানি।একটি জন্মনিবন্ধন করতে ১ মাস সময় লাগে। আর হাতে যদি ভাই- ভগ্য থাকে,বন্ধু- বান্ধব থাকে, খালা নানী থাকে তাহলে ১৫/১৬ দিন লাগে। শিমুলিয়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আমি জন্মনিবন্ধন করতে আসলে জন্মনিবন্ধনের জন্য কত টাকা দিতে হবে! তখন আঃ মুত্তালেব বলেন, কত দিবা ২৫০ দিবা। পরে ওই শিক্ষার্থীরা নতুন নিয়মে ৫০ টাকা লাগে বলে জানায়।
আঃ মুত্তালেব জবাবে বলেন, কোনো ইউনিয়নে ২৫০ টাকার কমে জন্মনিবন্ধন করে তোমরা দেখাতে পারবে? ৭ ইউনিয়নে ঘুরে আস, এর কমে কেউ করে না। সরেজমিনে গিয়ে দুইজন জন্মনিবন্ধন সংশোধন আসা ব্যক্তির সাথে কথা বললে তারা জানান সংশোধন এর আবেদন ফ্রি আমার আগের একজনকে ৩০০ টাকা করে নিয়েছে। বিষয়টা সম্পর্কে আরও সুনিশ্চিত হওয়ার উদ্দেশ্য আমি নিজে ভোক্তা সেজে জন্মনিবন্ধন সংশোধন এর আবেদন ফ্রি এর কথা জানতে চাওয়া কথোপকথন এর সময় হিসাব সহকারী আমি সাংবাদিক সেটা জানতে পেরে নিচতলা থেকে ২য় তলায় আঃ মুত্তালেব উদ্যেক্তার রুমে এসে উদ্যেক্তার বলার পূর্বেই তিনি বলেন ১০০ টাকা।
অভিযোগের বিষয়ে উদ্যেক্তা আঃ মুত্তালেব কাছে জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিয়ে এখনো কোনো প্রমাণ পাইনি। সকলকে বলা আছে অতিরিক্ত টাকা দেবেন না। সরকারি ফি ৫০ টাকা ও উদ্যোক্তা ফি ৫০ সহ মোটে ১০০ টাকা নিতে পারে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, কেউ যদি জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা চায় তাহলে সরাসরি আমাকে জানাবে। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। উদ্যোক্তারা আবেদন বাবদ ন্যূনতম খরচ নিতে পারেন। অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।