রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টে নিহত এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিলের (১৯) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর ) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাতিলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে শাতিলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত শাতিলের বাবা মামলা দায়ের করার জন্য থানায় এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই মামলা নেওয়া হবে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।