বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি।
বিশ্বের শিল্পোন্নত ও বড় অর্থনীতির দেশগুলোর জোট জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারত দায়িত্ব নেওয়ার পর বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
দীপু মনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জি২০ সেই এজেন্ডা গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ ওই সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমাদের নেতারা এই সম্পর্কটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমি আশা করি জি২০ জোটে তারা এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করবেন। যা এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খা পূরণে সাহায্য করবে।’
সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করেন, কীভাবে দারিদ্র্য, সন্ত্রাসবাদ ও নিরক্ষরতা উভয় দেশেরই অভিন্ন শত্রু এবং এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, ‘দারিদ্র্য, সন্ত্রাসবাদ, নিরক্ষরতা… এগুলো আমাদের অভিন্ন শত্রু। আমাদের এই সবের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। দক্ষিণ এশিয়ায়, আমি মনে করি আমরা এটি করার চেষ্টা করছি। আমাদের নেতারা আমাদের সেই দিকে এগিয়ে যাচ্ছেন।’
মুক্তিযুদ্ধের সময় উভয় দেশের জনগণের আত্মত্যাগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুসংহত, শক্তিশালী এবং দৃঢ় হয়েছে তুলে ধরে দীপু মনি বলেন, শান্তি এখন সবারই এজেন্ডার শীর্ষে। শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী মোদি উভয়ই জি২০ তেও অত্যন্ত গঠনমূলক ভূমিকা পালন করবেন।
এএনআই-এর সঙ্গে কথা বলার সময় মনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক, এই বন্ধন অত্যন্ত দৃঢ়, শক্তিশালী। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের উভয় দেশের জনগণের আত্মত্যাগ এবং ভারতের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার কারণে এই সম্পর্ক দৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি উভয়েই জি২০ তেও মোদি খুব গঠনমূলক ভূমিকা পালন করবেন।’
এদিকে গত বৃহস্পতিবার এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী বছর জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইলিয়াস বলেছেন, ‘আমরা খুব খুশি এবং সম্মানিত, আমাদের সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জি২০ একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে এবং আপনি জানেন ভারত ও বাংলাদেশের মধ্যে এখন খুব ভালো সম্পর্ক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির গতিশীল নেতৃত্বে, আমরা আত্মবিশ্বাসী, বিশ্বের বিভিন্ন সংকটের সমাধান করতে জি২০ অনেক দূর এগিয়ে যাবে এবং আগামী বছরের শীর্ষ সম্মেলন সফল করতে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ ভূমিকা পালন করবে।’
জি২০ জোটের সভাপতি হিসেবে গত ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে ভারত। সদ্যই শুরু হওয়া নিজের সভাপতিত্বের সময় ১০টি অতিথি দেশের মধ্যে এখন পর্যন্ত কেবল বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি।