বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তার দুই দিকে দেওয়া হয়েছে ব্যারিকেড। বেশকিছু সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, সেখানে নতুন করে চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসানো হয়নি। আগে থেকেই ছিল।