ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অক্ষয়-টাইগারের ছবি, তবু কেন সরে গেলেন জাহ্নবী

একই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ কথা অবশ্য আগেই জানা গিয়েছিল। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ ছবির ঘোষণার জন্য একটি টিজারও প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে জাহ্নবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কেন?

কেউ বলছেন, পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাহ্নবী। কিন্তু সূত্রের দাবি, পারিশ্রমিক নয় বরং ছবির চিত্রনাট্য নিয়ে জাহ্নবী অসন্তোষ প্রকাশ করেছেন। অভিনেত্রীর চরিত্রটিকে যেভাবে পরিচালক ভেবেছেন তা শ্রীদেবী-কন্যার মনে ধরেনি।

শুরুতে ছবিতে দু’জন নায়িকার থাকার কথা ছিল। তখন কৃতি শ্যানন ও জাহ্নবীর নাম সামনে আসে। পারিশ্রমিক এবং ডেটের সমস্যায় কৃতি সরে দাঁড়ালেও জাহ্নবী ছবি করতে রাজি ছিলেন। সম্প্রতি ছবিতে আরও একজন নায়িকার উপস্থিতি বাড়ানো হয়। সূত্রের মতে, তিন জন অভিনেত্রীর মধ্যে নতুন চিত্রনাট্যে জাহ্নবীর পর্দায় উপস্থিতি কেটে অনেকটাই ছোট করা হয়, যা অভিনেত্রীর পছন্দ হয়নি।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ অ্যাকশন ঘরানার ছবি। ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে মানুষীকে। তবে সোনাক্ষীর চরিত্রটিকে এখনও আড়ালে রাখা হয়েছে। ছবির তৃতীয় নায়িকা হিসেবে কার ভাগ্য খোলে এখন নজর থাকবে সেদিকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্ষয়-টাইগারের ছবি, তবু কেন সরে গেলেন জাহ্নবী

আপডেট সময় ১২:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

একই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ কথা অবশ্য আগেই জানা গিয়েছিল। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ ছবির ঘোষণার জন্য একটি টিজারও প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে জাহ্নবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কেন?

কেউ বলছেন, পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাহ্নবী। কিন্তু সূত্রের দাবি, পারিশ্রমিক নয় বরং ছবির চিত্রনাট্য নিয়ে জাহ্নবী অসন্তোষ প্রকাশ করেছেন। অভিনেত্রীর চরিত্রটিকে যেভাবে পরিচালক ভেবেছেন তা শ্রীদেবী-কন্যার মনে ধরেনি।

শুরুতে ছবিতে দু’জন নায়িকার থাকার কথা ছিল। তখন কৃতি শ্যানন ও জাহ্নবীর নাম সামনে আসে। পারিশ্রমিক এবং ডেটের সমস্যায় কৃতি সরে দাঁড়ালেও জাহ্নবী ছবি করতে রাজি ছিলেন। সম্প্রতি ছবিতে আরও একজন নায়িকার উপস্থিতি বাড়ানো হয়। সূত্রের মতে, তিন জন অভিনেত্রীর মধ্যে নতুন চিত্রনাট্যে জাহ্নবীর পর্দায় উপস্থিতি কেটে অনেকটাই ছোট করা হয়, যা অভিনেত্রীর পছন্দ হয়নি।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ অ্যাকশন ঘরানার ছবি। ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে মানুষীকে। তবে সোনাক্ষীর চরিত্রটিকে এখনও আড়ালে রাখা হয়েছে। ছবির তৃতীয় নায়িকা হিসেবে কার ভাগ্য খোলে এখন নজর থাকবে সেদিকে।