‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। বর্তমানে এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। কমেডি-থ্রিলার ধাঁচের এই ছবির মাধ্যমেই বিয়ের পর প্রথমবারের মতো পর্দায় ফিরছেন ভিকি।
সিনেমার চরিত্রের প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড ডান্সার সেজেছেন যদিও। তবে এই কাজে তিনি আগে থেকেই পারদর্শী। নিজেই জানালেন সেকথা।
সোমবার (২৮ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোটবেলার একটি নাচের অনুষ্ঠানের ছবি শেয়ার করেন ভিকি। যেখানে দেখা যায়, অন্যদের সঙ্গে নাচে তাল মেলাচ্ছেন খুদে ভিকি। মজার ছলে ছবির ক্যাপশনে ‘সর্দার উধাম’ তারকা লেখেন, ‘ব্যাকগ্রাউন্ডে নাচার বহু অভিজ্ঞতা আছে জীবনে।’
ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে ভিকির (গোবিন্দা) স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভূমি পেডনেকারকে (গৌরি)। ভিকির প্রেমিকা চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে (সুকু)। আগামী ১৬ ডিসেম্বর শশাঙ্ক খৈতান পরিচালিত ‘গোবিন্দা নাম মেরা’ সরাসরি মুক্তি পাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।