কন্যার পর এবার পুত্রসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রিয়াজ। গত সপ্তাহে তার স্ত্রী তিনার কোল জুড়ে জন্ম নিয়েছে ফুটফুটে এই পুত্রসন্তান।
শনিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফ্যান পেজে পুত্র সন্তান জন্মের খবর শেয়ার করেছেন রিয়াজ।তিনি লিখেছেন, আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।
পরে রিয়াজ গণমাধ্যমকে বলেন, আমাদের পরিবার পূর্ণতা পেল। মহান আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০১৫ সালের ৩০ মে প্রথমবার বাবা হয়েছিলেন রিয়াজ। বর্তমানে তার ৭ বছর বয়সী মেয়ের নাম আমীরা সিদ্দিকী। ২০০৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে মডেল তিনার বাগদান হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।