শুক্রবার (২৫ নভেম্বর) বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের নতুন সিনেমা ‘ভেড়িয়া’ মুক্তি পেয়েছে। হরর-কমেডি ধাঁচের ছবিটি দর্শক-সমালোচক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। ইতোমধ্যে বরুণের স্ত্রী নাতাশাও ছবিটি দেখেছেন এবং তার কাছে এটি বেশ লেগেছে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ জানান, তার স্ত্রী ‘ভেড়িয়া’ দেখার পর মতামত জানিয়েছেন। নাতাশাই প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই ছবিটি দেখেছেন এবং তার ভালো লেগেছে, এমনটাই জানান বরুণ। তিনি বলেন, ‘আমার বউ তো ইতোমধ্যেই খুশি হয়ে গিয়েছে, এবার আমায় অন্যদের বউদের খুশি করতে হবে।’
২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। তাদের বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়রা উপস্থিত ছিলেন। ওই সময় যেহেতু করোনা মহামারির প্রকোপ ভীষণ বেশি ছিল সেহেতু কম সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’ ছবিতে বরুণ ধাওয়ান ছাড়া আরও অভিনয় করেছেন কৃতি শ্যানন, দীপক দোবরিয়াল, অভিষেক ব্যানার্জি, পালিন কাবাক প্রমুখ।