ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা নবীনগর পূর্ব ৬ ইউনিয়ন সরিষার চাষ করে কৃষকের মুখে হাসি ফুটে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
নবীনগর পূর্ব ৬ ইউনিয়নে কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি । যে সরকার যদি আমাদেরকে সার এবং কীটনাশক ওষুধ বীজ উন্নত মানের বীজ দেন। তাহলে আগামী বছর বছরের ন্যায় বাম্পার ফলন আশা করা যাবে। তারা আরোও বলে আমরা গরীব কৃষক সরকার যদি আমাদেরকে ভালো উন্নত মানের বীজ সার কীটনাশক ওষুধ দেন।
তাহলে আগামী বছর আমরা ভালো ফলন সরকারকে উপহার দিতে পারব বলে ধারণা করা হচ্ছে।
কাইতলা দক্ষিণ ইউনিয়নে কৃষি অফিসার সাথে কথা বলে জানতে পেরেছি যে আমরা সময়মত সার বীজ কীটনাশক ঔষধ সময় কৃষকের কাছে সহমতে পৌঁছে দিয়েছি বিদায় ভালো ফলন আশা করা যাচ্ছে।