কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে পূর্ব গাইলকাটাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাইপাস রাস্তায় পৌরবাসীর উদ্যোগে পূর্ব গাইলকাটা মহল্লার মধ্য দিয়ে যাওয়া কুলিয়ারচর থানা মোড় হইতে পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে জেলা পরিষদ ডাক বাংলো মোড় পর্যন্ত অন্যতম বাইপাস রাস্তার দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্ব গাইলকাটা মহল্লার ইমন সরকার রাসেল, ফয়সাল আহমেদ রাজিব, মুরাদ মিয়া, জাকির সরকার, পাভেল, কামাল মিয়া ও তৈয়ব মিয়া প্রমূখ। মানববন্ধনে পূর্ব গাইলকাটা মহল্লার নারী-পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রণ করে।
এসময় বক্তারা বলেন, কুলিয়ারচর থানা মোড় হইতে পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে জেলা পরিষদ ডাক বাংলো মোড় পর্যন্ত রাস্তাটি কুলিয়ারচর পৌর শহরের অন্যতম বাইপাস রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে। সামান্য বৃষ্টি হলে এরাস্তা পানিতে তলিয়ে যায়। এছাড়া বাসা-বাড়ির ব্যবহৃত পানি রাস্তায় জমে কাঁদাযুক্ত হয়ে যায়। এসব পানি জমাট বেঁধে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ার ফলে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। পৌর শহরের অন্যতম বাইপাস এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর থানা, বেসরকারি হাসপাতাল, ভূমি অফিস, রেলওয়ে স্টেশন, মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, কুলিয়ারচর পৌরসভা এবং বাজিতপুর টু ভৈরব যাতায়াত করে থাকে। যোগাযোগের অন্যতম এ রাস্তাটি দীর্ঘ ১৬ বছর যাবত অবহেলিত। সরকারি বরাদ্দ আসার পরও ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নে কালক্ষেপন হচ্ছে এমন অভিযোগ করে তারা অতিদ্রুত এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন চেয়ে বলেন, ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে অন্যথায় কোন ধরনের প্রাণহানিকর দূর্ঘটনার দায় কুলিয়ারচর পৌর প্রসাশনকেই নিতে হবে৷